ভেড়ামারায় ইউএনও’র সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ
কুষ্টিয়ার ভেড়ামারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ, ঈদ পুনর্মিলনী, পরিচিতি ও মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় ইউএনও’র সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ
মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নূর আলম তাসফের আমন্ত্রণে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউনুছ আলী, হেদায়েত উল্লাহ কাজল, আব্দুল হাকিম, মিনার হোসেন, ফসিউল্লাহ খান, হায়দার আলী, একরামুল হক তাজু, মওলা বকস, শ্রী গণেশ চন্দ্র কুন্ডু, ডাঃ মোঃ সুজা উদ্দিন, জহুরুল আলম বিজলী, শফিকুল আকতার রবি, আব্দুল হান্নান মালিথা, হারুনুর রশিদ, আব্দুল মজিদ, আবু দাউদ, মশিউর রহমান মুশফের, মহি উদ্দিন মহরম, নবীর উদ্দিন, শ্রী রতন কুমার সরকার ও মহিউদ্দিন বানাত সহ প্রমুখ বীর মুক্তিযোদ্ধাগণ।
মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহাবুবুল ইসলাম, রুহুল আমীন, সান্টু আলী, রাজন আলী, জহুরুল ইসলাম, নিশান আলী, রোকনুজ্জামান, আজাদ ও প্রিন্স মাহমুদ প্রমুখ।
ইউএনও’র সাথে মত বিনিময়কালে আলোচ্য বিষয় সমূহঃ ১. ২৯ অক্টোবর ২০২০ সনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের আলোকে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তা/ সড়কের নামকরণ। ২. নির্মিত ভেড়ামারা উপজেলা কমপ্লেক্স উদ্বোধন ও কার্যক্রম চালুর দিন নির্ধারণ। ৩. ইউনিয়ন ও পৌরভিত্তিক মৃত, শহিদ, যুদ্ধাহত ও সকল মুক্তিযোদ্ধাদের ছবিসহ ডিজিটাল ব্যানার প্রতিস্থাপন সংক্রান্ত বিষয়ে। ৪. শহীদ, যুদ্ধাহত, মৃত ও জীবিত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সহিত মতবিনিময়। ৫. স্মৃতির এলবামে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি উৎসর্গের উদ্দেশ্যে উপস্থিত জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের ফটো সেশন।
![]()
৬. মুক্তিযোদ্ধাদের সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা সেবার সুযোগ এবং অন্যান্য সুবিধাদী প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করা হয়। চিকিৎসা সেবার সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল সমূহে অনুরূপ সেবা প্রদান বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলোচনা হয়। ৭. মত বিনিময়কালে বিলুপ্ত বিগত কমান্ডারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদ্বয়ের ক্ষমতার অপব্যবহারের বিষয়টিও আলোচিত হয়। নবাগত ইউএনও শত ব্যস্ততার মাঝে সৌজন্য সাক্ষাৎ এর জন্য সময় প্রদান করায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
