সেলিম আলতাফ জর্জের খালুসহ ১০ প্রিজাইডিং অফিসারের অব্যাহতি চেয়ে সহকারী রিটার্নির অফিসার বরাবর চিঠি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সেলিম আলতাফ জর্জের খালুসহ ১০ প্রিজাইডিং অফিসারের অব্যাহতি চেয়ে সহকারী রিটার্নির অফিসার বরাবর চিঠি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২, ২০২৪

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের খালু কুমারখালী সরকারি কলেজের লাইব্রেরিয়ান আবু জাফর আলী খান ও তার ভাই কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আলমগীর হোসেন খানকে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব হইতে অব্যাহতি চেয়ে সহকারী রিটার্নির অফিসার বরাবর গত রবিবার (৩১ ডিসেম্বর) চিঠি দিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ।

সেলিম আলতাফ জর্জের খালুসহ ১০ প্রিজাইডিং অফিসারের অব্যাহতি চেয়ে সহকারী রিটার্নির অফিসার বরাবর চিঠি

সহকারী রিটার্নির অফিসার বরাবর লিখিত ঐ চিঠিতে আবদুর রউফ উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অত্র আসনের আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী, নৌকা প্রতীক এর আপন খালু জনাব মোঃ আবু জাফর আলী খান (প্রভাষক, লাইব্রেরী সাইন্স, কুমারখালী সরকারি কলেজ) ও তাহার সহোদর ছোট ভাই মোঃ আলমগীর হোসেন খান (শিক্ষক, লাইব্রেরী সাইন্স, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়) জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করিবেন বলিয়া জানিতে পারিয়াছি।

এছাড়াও নৌকা প্রতীকের রাজনীতির সহিত ও আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের বিভিন্ন প্রচার প্রচারণায় জড়িত মোঃ মাসুদ রানা (প্রভাষক, কুমারখালী সরকারী কলেজ), মোঃ জহুরুল হক (প্রভাষক, কুমারখালী সরকারি কলেজ), মোঃ কায়সার রেজা (প্রভাষক, কুমারখালী সরকারি কলেজ), বিনয় সরকার (ভাইস প্রিন্সিপাল, কুমারখালী সরকারি কলেজ), বিজয় কুমার বিশ্বাস (সহকারী প্রধান শিক্ষক, আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়), মোঃ আমিরুল ইসলাম (সহকারী শিক্ষক, লক্ষীপুর সরঃ প্রাঃ বিদ্যালয়), মোঃ জাহাঙ্গীর হোসেন (প্রভাষক, আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজ), পার্থ প্রতীম ঘোষ (প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক, আলাউদ্দিন নগর শাখা) উক্ত ব্যক্তিগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করিবেন। উক্ত ব্যক্তিগণ যেহেতু নৌকা প্রতীকের প্রার্থীর আত্মীয় ও নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করিয়াছেন, সেহেতু উক্ত ব্যক্তিগণ নিরপেক্ষ ভাবে নির্বাচনী দায়িত্ব পালন করিবেন না মর্মে বিভিন্ন ভাবে জানা যায়। সে কারণে উপরোক্ত ব্যক্তিদের নির্বাচনী দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করিতে আপনার সদয় মর্জি হয়।

এই বিষয়ে জানতে চাইলে সাংসদ সেলিম আলতাফ জর্জের খালু কুমারখালী সরকারি কলেজের লাইব্রেরিয়ান আবু জাফর আলী খান বলেন, আমি তার (সেলিম আলতাফ জর্জের) আত্নীয় তো বটে। অস্বীকার করলে মুছে যাবে নাতো। এটাই সত্যি সে আমার আত্নীয়। আমি প্রথম শ্রেনীর মর্যাদায় চাকুরী করি। প্রিজাইডিং অফিসার হিসাবে অতীতেও দায়িত্ব পালন করেছি, এখনও দায়িত্ব পালন করতে চাই। এই বিষয়ে জানতে চাইলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ বলেন, প্রিজাইডিং অফিসার যদি কোন প্রার্থীর আত্নীয় হয় এবং যারা রাজনৈতিক ভাবে একটি প্রার্থীকে সমর্থন করে তাদের প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করে, তাহলে তাদের কে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। এই বিষয়ে কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহাবুবুল হক বলেন, প্রিজাইডিং অফিসার সাধারণত নিয়োগ করেন রিটার্নিং অফিসার। যে সমস্ত অভিযোগ আসছে সেগুলো আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। রিটার্নিং অফিসার দুই এক দিনের মধ্যে নিয়োগ দিয়ে দিবেন। অবশ্যই যারা রিলেটিভ বা তাদের কার্যক্রমের সাথে যদি রানৈতিকভাবে কোন সংশ্লিষ্টতা থাকে তাদেরকে আমরা দিবো না। কিন্তু কেউ একজন অভিযোগ দিবে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দিবো না, বিষয়টা এরকমও নয়।