রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর ) দুপুর তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল প্রণব কুমার সরকার, জেলা পরিবার পরিকল্পনা অফিস এর উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, জেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ নওয়াব আলী, জেলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদা) ডাঃ মোছাঃ মুনমুন নেছা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক,স্থানীয় সরকার (অঃদা) জাহাঙ্গীর আলম বলেন, আপনাদের কাছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাগ্রহীতারা সেবা নিতে আসেন। তারা যেন প্রয়োজনীয় সেবা সহজে ও সম্মানের সঙ্গে পান, সে বিষয়ে আমরা সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আপনার প্রত্যেকে দায়িত্বশীল মনোভাব নিয়ে, আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে সেবা প্রদান করবেন।
