কুমারখালীর নতুন সেতুতে অভিযান, ১১ জনকে জরিমানা
সম্প্রতি খুলে দেওয়া গড়াই নদীর ওপর কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ গোলাম কিবরিয়া সেতুতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। যত্রতত্র গাড়ি পার্কিং ও গতির কারণে বাড়ছে যানযট ও দুর্ঘটনার ঝুঁকি। কয়েকটি উত্যক্তের ঘটনাও ঘটেছে। সেজন্য সেতু এলাকা নিরাপদ রাখতে সেতুতে অভিযান চালিয়েছে প্রশাসন।

কুমারখালীর নতুন সেতুতে অভিযান, ১১ জনকে জরিমানা
রোববার (৯ জুলাই) সন্ধা সাড়ে ৬ টার দিকে সেতুর দক্ষিণপাড়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। অভিযানকে সহযোগীতা করে থানা পুলিশ ও আনসার সদস্য।
অভিযানে মোটরসাইকেলের অতিরিক্ত গতি, অপ্রাপ্তবয়স্ক চালক, বৈধ কাগজপত্রাদি না থাকা ও যত্রতত্র পার্কিংয়ের অপরাধে সড়ক ও পরিবহন আইনে ১১ জনকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
![]()
এতথ্য নিশ্চিত করে ইউএনও বিতান কুমার মন্ডল জানান, সেতু এলাকা নিরাপদ রাখতে প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ১১ জনকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা ও কঠোর সতর্কীকরণ করা হয়েছে।
