সুস্থ দেহ ও মন গঠনে খেলাধূলার বিকল্প নেই ঃ আমিরুল আরাফাত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধূলার বিকল্প নেই ঃ আমিরুল আরাফাত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩১ জুলাই) দিনব্যাপী কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কার্যালয়। খেলায় সাঁওতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বঙ্গবন্ধু গোল্ডকাপ বিজয়ী লাভ করে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এবং সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে বঙ্গমাতা হিসেবে বিজয়ী লাভ করে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল আরাফাত বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সুস্থ মন ও দেহগঠনে খেলাধূলার বিকল্প নেই। সেজন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধূলার আয়োজন করতে হবে। জাতীয় পর্যায়ে ভাল মানুষের খেলোয়ার তৈরির লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে প্রতিবছরের ন্যায় এবারো এমন খেলাধূলার আয়োজন করেছেন।