কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকায় পূর্ব বিরোধের জের এবং টাকা ছিনিয়ে নিতে বাধা দিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন গাড়ী ব্যবসায়ী সুলতান খন্দকার। এই ঘটনায় গত চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায়, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

 

কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকা থেকে কয়েক হাজার এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর সহ সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা চারদিনেও মামলার মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন । একই সাথে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি জানান। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন তারা।

 

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নিহত সুলতান খন্দকারের চাচাতো ভাই খন্দকার নাইম জনান, পূর্ব বিরোধের জেরে গাড়ী ব্যাবসায়ী সুলতানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতানের প্রতিপক্ষ প্রতিবেশি শাহিন আলী এবং তার সহযোগীরা।

এ সময় সুলতানের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় সুলতান, এতে আরও ক্ষিপ্ত হয়ে সুলতানের পেটে ছুরিকাঘাত করে শাহিন। গুরুতর আহত অবস্থায় সুলতানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুষ্টিয়ায় সুলতানের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

নিহত সুলতান খন্দকার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের খন্দকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: