মিরপুর প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নির্দেশনায় মিরপুর পৌর যুবদল এর উদ্যেগে গতকাল রবিবার (২৫ আগষ্ট) সকালে মিরপুর পৌর-যুবদলের সেক্রেটারি গোলাম কিবরিয়া মিরপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
সেখানে তিনি শিক্ষার্থীদের আগামীতে সুন্দর ও ডিজিটাল মিরপুর গড়ার চ্যালেঞ্জ মোকাবেলা করার সম্বন্ধে জানান। তিনি আরো বলেন, সুন্দর সুস্থ, মাদক মুক্ত মিরপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই। ছাত্র ছাত্রীর আত্মাহুতী ও লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী জনতা আহত হয়ে দেশ গড়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজী ও মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার জন্য ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।
পরিদর্শন শেষে তিনি কোমলমতি শিক্ষার্থিদের মাঝে ফুটবল বিতরন করেন।এ সময় মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
