ভেড়ামারায় ওয়ারিং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় ওয়ারিং গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। ভেড়ামারা শহরের পৌর এলাকায় বোর্ড স্কুলের সন্নিকটে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারায় ওয়ারিং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু
এদিকে, আহত সিয়াম হোসেনের (১১) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার রাতে ঢাকায় নেয়ার পথে সে মারা গেছে। সিয়াম পৌর এলাকা কাচারী পাড়া গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।
আহতরা হলেন, ভেড়ামারা শহরের পৌর এলাকার শাহিনের ছেলে মিজান (১৪) ও কিসমত ড্রাইভারের ছেলে মুন্না (২৫)।
ভেড়ামারা থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা শহরে বোর্ড স্কুলের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে বিসমিল্লাহ দোকানের মালিক মুন্নাসহ তার দুই কর্মচারী সিয়াম ও সিজান ওয়ারিং মেরামত কাজে ব্যস্ত ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হলে তিনজন আহত হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত চিকিসার জন্য প্রথমে ভেড়ামারা হাসপাতালে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। মঙ্গলবার রাতে ঢাকা নিয়ে যাওয়ার পথে সিয়াম মারা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম।
