কুমারখালীতে মাদক ব্যবসায়ীয় হামলায় সিএনজি চালক রক্তাক্ত জখম
কুষ্টিয়া কুমারখালী পৌর এলঙ্গীপাড়া পদ্মো পুকুর নামক স্থানে মাদক ব্যবসায়ীদের হামলায় সিএনজি চালককে চাপাতির আঘাতে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার ( ১০ আগষ্ট)সকাল ৯ টার সময় এই ঘটনা ঘটে।

কুমারখালীতে মাদক ব্যবসায়ীয় হামলায় সিএনজি চালক রক্তাক্ত জখম
আহত আরিফুল ইসলাম (২৪) কাজীপাড়া রেলগেট এলাকার মৃত জামাল এর ছেলে । তিনি পেশায় একজন সিএনজি চালক।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কুন্ডুপাড়া গ্ৰামের আলী হাসানের ছেলে আল আমিন হোসেন (২৩) এর নেতৃত্বে । এলঙ্গীপাড়া গ্ৰামের আতিয়ার এর ছেলে আরিফ হোসেন (২২) হারুন অর ছেলে মুন্না (২৩) মিন্টু হোসেনের ছেলে মুন্না (২২) অতর্কিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র ও কাঠের বাটাম দিয়ে ।
আরিফুল এর পায়ে ও শরীরে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে । হামলাকারীদের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি অভিযোগ রয়েছে।
আহত আরিফুল ইসলাম বলেন, কিছু দিন আগেও আমাকে মেরে ফেলতেই , তারা আক্রমন করেছিল। ভাগ্যক্রমে বেঁচে যায় , এই বিষয়ে কুমারখালী থানার একটি সাধারণ ডায়রী করা হয়। জিডি নং -১৪৪৪ তারিখ ৩০/৭/২০২৩। তারি পরিপ্রেক্ষিতে পূর্ব শত্রুতার কারণে বৃহস্পতিবার সকালে পদ্মো পুকুর এলাকায় আসার পর অতর্কিত ভাবে, আল আমিন ও তার অনুসারীরা চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। এই সময় আমার পায়ে ও শরীরের কোপ লাগে এবং রক্তাক্ত জখম হয় । এই সময় আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। আমার পায়ে ৭ টি সেলাই লেগেছে। হামলাকারী সবাই মাদক ব্যবসায়ী তারা আমার উপর একেরপর হামলা চালিয়ে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি এদের বিচার চাই।
![]()
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এই বিষয়ে কথা বলতে চায়নি।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম আকিব বলেন, এই ঘটনায় আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
