কুমারখালীতে গরু চুরির সালিসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গরু চুরির সালিসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৮, ২০২৩
কুমারখালীতে গরু চুরির সালিসে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক

কুষ্টিয়া কুমারখালী চরসাদীপুর গ্ৰামে গরু চুরির সালিসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, দুই জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ( ৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয় বলে জানা যায়।

কুমারখালীতে গরু চুরির সালিসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক

কুমারখালীতে গরু চুরির সালিসে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক

কুমারখালীতে গরু চুরির সালিসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ২ জন আটক

আটককৃত ৫ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার (৮ জুলাই) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন , পাবনা সদর থানার চর শিবরামপুর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫) ও একই গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে মুকুল প্রামাণিক (৪৫)।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়াও এজাহারে নাম না থাকায় আটককৃত তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। তারা হলেন – একই এলাকার মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস (৭৫), মৃত ইয়ামিন বিশ্বাসের ছেলে সাত্তার বিশ্বাস (৬০) ও মো. কামাল হোসেনের ছেলে মাহমুদ হাসান (৩০)।

চরসাদীপুর গ্ৰামের শহিদ মন্ডলের ছেলে মজনু মন্ডল বাঁদী হয়ে শনিবার সকালে কুমারখালী থানায় দুই জনের নামে মামলা দায়ের করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ৫ জন কে সাদীপুর গ্ৰাম থেকে আটক করে কুমারখালী থানায় রাখা হয়। কোন অভিযোগ না থাকায় এর মধ্যে ৩ জন কে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষে আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে সালিসে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শতশত মানুষ চরসাদিপুরের চেয়ারম্যানসহ ৮ থেকে ১০ জনকে অবরুদ্ধ করে রাখে ইউনিয়ন পরিষদে। ৫ ঘন্টা পর চেয়ারম্যান কে উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে স্থানীয়রা জানান, ঈদের আগে পাবনা সদর এলাকার ঘাটপাড়ায় গরু চুরির ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার বিকেলে দুপক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বসায় চেয়ারম্যান। সালিসে পাবনার লোকজন গোবিন্দপুর গ্রামের মানুষের ওপর দেশীয় অস্ত্র চাকু ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে । এই ঘটনায় স্থানীয়রা চেয়ারম্যানকে পরিষদে ঘিরে রাখে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী বলেন, গরুর চুরির সালিস চলছিল তাঁর পরিষদে। হঠাৎ মারামারি শুরু হয়। কয়েকজনকেও চাকুও মারা হয়েছে। তাকে জনগণ পরিষদে আটকে রেখেছেন। তিনি পুলিশকে ফোন দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমারখালীর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস জানান, সাদীপুর ইউনিয়ন পরিষদে গরু চুরির সালিশ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৭ তারিখ ৮/৭/২০২৩ এই বিষয়ে দুই জনকে আটক করে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: