কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৩
কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

কুষ্টিয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আপনারা কখনই নিজেদের অসহায় মনে করবেন না। সকলের মত আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে, এজন্য সরকার নানামূখি কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক। কেননা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমেই নিরাপদভাবে ঘরের বাইরে চলাচলে সক্ষম হন। আর তাই সরকারের পক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে থাকে। বিশ্বসম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, জনসচেতনতা সৃষ্টি ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হয় দিবসটির মাধ্যমে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পার্থ প্রতিম শীল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা শামীম রেজা প্রমুখ।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অত্যাধুনিক স্মার্ট সাদাছড়ি ও হেয়ারিং মেশিন বিতরণ করা হয়।

এরআগে ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন: