মিরপুর সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যায়নরত ২০২৩ সালের এইচ,এস, সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিরপুর সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আহাম্মদ আলী এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডাঃ জহুরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ আনিসুর রহমান কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু সহ কলেজের প্রভাষক প্রভাষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথি এইচ,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্ব-নামধন্যন বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
![]()
বিশেষ অতিথি এনামুল হক বাবলু বক্তব্যই বলেন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে উঠে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হতে হবে।
অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
