সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৪

নিজ সংবাদ ॥ সাইবার নিরাপত্তা আইন নামের কালো আইন বাতিল ও সারাদেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে ) রেজিঃ নং -২০৬৯ এর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া  প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শামিউল হাসান অপুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, দপ্তর এস এম মাহফুজ উর রহমান ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ উপস্থিত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার সাংবাদিকদের কন্ঠ রোধ করে কলম থামিয়ে দিত কুট কৌশল অবলম্বন করে কখনো ডিজিটাল নিরাপত্তা আইন আবার কখনো সাইবার সিকিউরিটি এ্যক্ট এবং সাইবার নিরাপত্তা নামক কালো আইন প্রতিষ্ঠা করে। অনিয়ম দুর্নীতি খুন-গুমসহ সত্য নিউজ প্রচার করলেই কালো এই আইনের দ্বারা সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

কুষ্টিয়া সহ সারা বাংলাদেশ কয়েক হাজার সাইবার নিরাপত্তা নামক কালো আইন দ্বারা সাংবাদিকদের কন্ঠ রোধ করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, দুর্নীতি মুক্ত দেশ ও গণমানুষের অধিকার আদায় করতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর এই স্বাধীনতার অন্তরায় সাইবার নিরাপত্তা নামক কালো আইন বাধা হয়ে দাঁড়িয়েছে।

অতি দ্রুত এই সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে। মানববন্ধন কর্মসূচিতেআরো উপস্থিত ছিলেন , কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জিহাদ , প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই,  সদস্য সেহাব উদ্দিন, শাহরিয়ার ইমন রুবেল, আব্দুম মুনিব, নাব্বির আল নাফিজ, সোহাগ মাহমুদ, তুহিন আহমেদ, নাজমুল হাসান, এ জে সুজন, এম রাসেল, মনি সাকলায়েন এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বু, শুভ, আল আমিন হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ্জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিম, এ.এইচ. এম আরিফ, দৈনিক খবরওয়ালার ভারপাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, দিনের খবর পত্রিকার মাহাতাব উদ্দিন লালন, এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ জেলার সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন।