সাংবাদিক রিজুর ওপর হামলা, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম পরিবার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক রিজুর ওপর হামলা, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম পরিবার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১, ২০২৪

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ১০ দিন পার হয়ে গেছে এরই মধ্যে। সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে গুঁড়িয়ে যাওয়া রিজুর বাম হাত ও ডান পা আর কোনোদিন ঠিক হবে কি-না তা বলতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তবে হামলায় জড়িত সন্ত্রাসীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসিবুর রহমান রিজু এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্যখবরের সম্পাদক। তিনি কুষ্টিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়া রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপাতিসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। এছাড়া নিজ গ্রাম হরিপুর এলাকায় মাদকরোধে তার অগ্রণী ভূমিকা রয়েছে।

গত ১৯ জুন বিকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বাজারে একটা মিটিং শেষে বাইকে করে শহরে ফিরছিলেন রিজু। এ সময় চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে। রিজু বাইক নিয়ে রাস্তার ওপর পড়ে গেলে তার ওপর পৈশাচিক নির্যাতন শুরু করে সন্ত্রাসীরা। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে রিজুর দুই পা ও বাম হাত গুঁড়িয়ে দেয়। এছাড়া তার বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সন্ত্রাসীরা ঘটনাস্থলের চারপাশ কর্ডন করে রাখে যাতে রিজুকে উদ্ধারে কেউ এগিয়ে না আসতে পারে। এ কারণে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রিজু ঘটনাস্থলে প্রায় ৩০ মিনিট ধরে পড়েছিলেন। পরে খবর পেয়ে রিজুর আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শিপনের নেতৃত্ব ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী রিজুর ওপর হামলায় অংশ নেয়। শিপন একাধিক মামলার আসামি। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় তিনি বেশ কিছুদিন জেল হাজতেও ছিলেন। তিনি যুবদলের নেতা হলেও স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা তার দাপটে কোন ঠাসা বলে এলাকাবাসি জানান। এদিকে, হামলার ঘটনায় রিজুর স্ত্রী টপি বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম শিপন কিছু দিন আগে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। রিজু এ ঘটনার প্রতিবাদ করলে শিপনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এছাড়া তার স্বামী বিভিন্ন সময় এলাকায় মাদকের বিস্তার নিয়ে সংবাদ ছেপেছেন। এছাড়া হরিপুরে একটি স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে রিজুর স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এসব কারণে তার স্বামীর ওপর হামলা হয়েছে।

এদিকে, গত বুধবার রাজধানীর ট্রমা সেন্টারে রিজুর ডান পায়ে অস্ত্রপচার করেন চিকিৎসকরা। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পা আদৌ ঠিক হবে কিনা এখনও বলা মুশকিল। এছাড়া তার ডান হাতের অবস্থাও খারাপ। এ হাতটিও অচল হয়ে যেতে পারে। রিজুর বাম পায়ের হাড়ও ভেঙে গেছে। ওই পায়েও পর্যায়ক্রমে অস্ত্রপচার করা হবে। তবে সাংবাদিক রিজু আর কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে কি-না তা বলতে পারছেন না চিকিৎসকরা। অন্যদিকে, অস্ত্রপ্রচারসহ ব্যয়বহুল চিকিৎসা খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার। রিজুর স্ত্রী টপি বিশ্বাস বলেন, ‘চিকিৎসার এত টাকা কোথায় পাব জানিনা। এতটা সামর্থ্য আমাদের নেই। সামনে কোনো আলো দেখতে পাচ্ছিনা। তাই সবটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছি।’ এদিকে, হামলায় জড়িত যুবদল নেতা শিপনসহ অন্য সন্ত্রাসীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা আগের মতই জীবনযাপন করছেন। এত বড় ঘটনা ঘটিয়েও তাদের মধ্যে নেই কোনো অনুশোচনা। হরিপুর এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটায় জানা গেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ঘটনায? দায?ের করা মামলাটি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে আসামিরা ইতোমধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয?েছেন। মামলাটির তদন্ত কাজ চলছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’