কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৩

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, এগারো বছরে সাগর-রুনী হত্যার তদন্ত যে সরকার শেষ করতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যেমন সাংবাদিকেরা নিরাপদ নয়, তেমনি নিজের বেডরুমেও সংবাদকর্মীরা নিরাপত্তাহীন। তার প্রমাণ শিশু সন্তানের সামনে সাগর-রুনীর নৃশংস হত্যাকান্ড।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্মস্থলে সাংবাদিক নিরাপদ নয়, তার প্রমাণ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে নিজ অফিস থেকে ডেকে নিয়ে খুন। ১৪ বছরে ৫৪ জন সাংবাদিক খুনের দায় সরকার এড়াতে পারেনা। বিএফইউজে সভাপতি, একের পর এক সাংবাদিক খুনের ঘটনায় তদন্তের নামে তামাশা ও প্রহসন বন্ধ করার আহবান জানিয়ে বলেন, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। সাংবাদিকেরাই তাদের সহকর্মীর খুনীদের খুঁজে বের করবে। শনিবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া শহরের উপকন্ঠে গড়াই নদীর তীরে রেনউইক বিনোদন পার্কে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন।

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহসভাপতি রাশিদুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আলাউদ্দিন ও জাকির হোসেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, এম শিহাব উদ্দিন, এস এম শাহীন, শাহরিয়ার ইমন প্রমুখ।

আরও দেখুন: