পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৩
পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

পোড়াদহ ইউনিয়ন পরিষদে মাদক ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার(৩ মে) বিকেলে মিরপুর থানার নবাগত ওসি রফিকুল ইসলাম পোড়াদহ এলাকার জনপ্রতিনিধি ও বাজার কমিটির সভাপতি সহ প্রতিষ্ঠান প্রধানগণ ছাড়াও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

পোড়াদহে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে ঈদ পরবর্তী সময়ে সদর উপজেলার আইলচারা ও পোড়াদহ এলাকা থেকে বিষাক্ত অ্যালকোহল খেয়ে ৬ জন মৃত্যুর ঘটনা ঘটেছিল। যার কারনে মিরপুর থানায় যোগদান করেই পোড়াদহ এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি এসময় পোড়াদহ বাজার কমিটির সভাপতি গণ ও জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠান প্রধানগন কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সেব্যাপারে মতামত তুলে ধরেন। পোড়াদহ এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পুলিশ কে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ওসি বলেন,মাদকের বিরুদ্ধেই জিরো টলারেন্স।কোন মাদক ব্যবসায়ী ও সেবন কারী কে ছাড় দেওয়া হবে না।পোড়াদহ মিরপুর থানার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ এলাকা।পোড়াদহ এলাকা থেকে মাদক দুর করার জন্য যা যা করার তাই করব। এজন্য জনপ্রতিনিধিদের ও সমাজের সকলের সাহায্য কামনা করেন। মতবিনিময় শেষে বাজার ঘুরে দেখেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম হাসান, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম আলী, পোড়াদাহ পুরাতন বাজার কমিটির সভাপতি নুরুদ্দিন, পোড়াদহ ইউনিয়নের কাজী আনিসুর রহমান, পোড়াদহ কাপড়ের হাটের সভাপতি হাজী মনিউর রহমান,ইউনিয়ন পরিষদের সদস্য গণ, সিএনজি মালিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: