সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ব্যবসা নয়, মানুষের কল্যাণে কাজ করতে হবে। বেসরকারি পিএসটিসি এই এনজিও প্রতিষ্ঠানটিকে জনগণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানে অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানান। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পিএসটিসি মডেল ক্লিনিকের  আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সরকার, এনজিও ও স্থানীয়দের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ তার বক্তব্যে স্বাস্থ্যসেবার জন্য পিএসটিসি হবে সবার সেরা। দেশজুড়ে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে পিএসটিসির নির্বাহী পরিচালক, ড. নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-কুষ্টিয়ার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  উপপরিচালক মো. আবদুস সালাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা হেলথ অফিসের ইউ এইচ অ্যান্ড এফপিও মো. সাজ্জাদ হোসেন, পিএসটিসি মডেল ক্লিনিক ম্যানেজার শাহনাজ খাতুন প্রমুখ সহ অন্যান্যরা। পিএসটিসি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার ৪৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য এবং সেবামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।