কুষ্টিয়ায় সনাতন ধর্মাবলম্বীর স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ
কুষ্টিয়া সদর উপজেলার কলেজ মোড় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মাঈনুল হক আহছানীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন সনাতন ধর্মাবলম্বী অমুসলিম। ১১/০৮/২০২৩ইং শুক্রবার জুমআ’র নামাজের বয়ান শেষে নামাজের আগ মুহুর্তে খতীব মুঈনুল হক আহছানীর কাছে মিঠু দত্ত নামের একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে নাম রাখেন আব্দুল্লাহ চৌধুরী মিঠু।

কুষ্টিয়ায় সনাতন ধর্মাবলম্বীর স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ
জানাযায় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া মোহিনী মিলস এলাকার পিতা মনজিৎ দত্ত ও মাতা শেফালী দত্ত এর পুত্র মিঠু দত্ত। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মিঠু দত্ত কুষ্টিয়ার বিজ্ঞ পাবলিকের কার্যালয়, কুষ্টিয়ায় ইসলাম ধর্ম গ্রহণের পোষকতায় হলফনামা প্রদান করেন।
এডভোকেট পিএম সিরাজুল ইসলাম কর্তৃক জর্জ কোর্ট কুষ্টিয়ার সাক্ষ্যর সহ সরকারি বৈধতা পেয়ে মিঠু দত্ত এখন আব্দুল্লাহ চৌধুরী মিঠু নামে পরিচিত হচ্ছেন।
নওমুসলিম আব্দুল্লাহ চৌধুরী মিঠু বলেন আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে একজন স্থায়ী নাগরিক ও বাসিন্দা এবং আমার নিজ ব্যাপারে ভালো মন্দ বুঝিবার যথেষ্ট জ্ঞান আছে, আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি ও আমার পিতা মাতাও হিন্দু বটে, তবে আমি ইসলাম ধর্মের সুন্দর্য ও সরলতায় মুগ্ধ হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি, সেইসাথে আমার বয়স ৫০বছর হওয়াতে বহুদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানা শোনা রয়েছে, সেই সুবাদে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া সরকারি নিয়ম মেনে পরবর্তী শুক্রবার কলেজ মোড় মসজিদে জুমআ’র নামাজ পড়থে এসে মসজিদের ইমাম ও খতীব মাও: মুঈনুল হক আহছানীর নিকট কালেমা তইয়্যিবা পাঠ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, এখন আমি আর মিঠু দত্ত নয় আমার নাম এখন আব্দুল্লাহ চৌধুরী মিঠু, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি একজন মুমিন বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারি।
![]()
