দেশের সার্বিক উন্নয়নের জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নাই : সদর খান
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে দলীয় নেতা-কর্মি, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন।

দেশের সার্বিক উন্নয়নের জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নাই : সদর খান
মতবিনিময়কালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন সদকী ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের অসুবিধা ও সমস্যার কথা শুনেন। এ সময় এলাকাবাসী ও দলীয় নেতা কর্মিরা জেলা আওয়ামীলীগের সভাপতিকে পেয়ে তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগ সরকারকে দেশে পরিচালনার ভার দিতে বদ্ধপরিকর বলে জানান।
সদকী ইউনিয়নের বিভিন্ন এলকায় মতবিনিময়কালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন এলাকবাসীদের উদ্দেশ্যে বলেন- আওয়ামীলীগ সরকার দেশের ক্ষমতায় থাকলেই এই দেশের উন্নয়ন হয়। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসে দেশ লুটেপুটে খাওয়ার জন্য। তারা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। তারা হাওয়া ভবনে বিশ্বাসী। তাই দেশের সার্বিক উন্নয়নের জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নাই।

দলীয় নেতা-কর্মিদের উদ্দেশ্যে সদর উদ্দিন খাঁন বলেন, বিএনপি-জামায়াত এক দফা’র ডাক দিয়েছে। এই এক দফা’র মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় আসতে চাই। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। বিএনপি-জামায়াত দেশেকে অস্থিতিশীল করা চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দিতে হবে।
