কোন বিদেশী প্রভুর কাছে বাংলাদেশ আওয়ামীলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবে না : সদর উদ্দিন খান
রবিবার ২৫ শে জুন দুপুর দেড় টায় কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে সভপতি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ।

কোন বিদেশী প্রভুর কাছে বাংলাদেশ আওয়ামীলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবে না : সদর উদ্দিন খান
বার্ষিক বাজেট সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকারের উপ পরিচালক আরিফ উজ জামান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নাসমুদৌহা, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির, মোহম্মদ আলী, জহুরুল ইসলাম, রকিবুল ইসলাম এবং জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মায়াবী রোমান্স মল্লিক ও রাহেনা খাতুন জেলা পরিষদের প্রধান সহকারী মাছুমা ফেরদৌস, হিসাবরক্ষক আহসানুল সুবীর, নিন্মমান সহকারী শারমিন আকতার এবং ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম সহ জেলা পরিষদের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ ।
বার্ষিক বাজেট সভায় উপস্থিত আলোচক বৃন্দ ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটকে আরো যুগোপযোগী এবং সর্ব শ্রেনী ও পেশার মানুষের জন্য সময় উপযোগী করে তোলার আহ্বান জানান ।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, দেশ ও জাতির উন্নয়নে জেলা পরিষদ বিগত দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে । বর্তমান সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি জামাত দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে । তাদের মিথ্যা ষড়যন্ত্র এদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে । তাই বিএনপি জামায়েত’র তথাকথিত আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের কোন অংশগ্রহন নাই ।

দেশ আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে এগিয়ে চলেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনা মতে আগামী ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে । সেই চিন্তায় দূর্নীতি বাজ বিএনপি’র চোখের ঘুম হামার হয়ে গেছে । তারা দেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে, তাই তারা ক্ষমতায় আসতে বিদেশীদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে ।
সদর উদ্দিন খান আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগনের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করে । দেশ আজ সমৃদ্ধিশীল, দেশ আজ উন্নয়নের রোল মডেল । আজ বাংলাদেশের উন্নয়নকে বর্হিবিশ্ব অনুসরণ করে । তাই কোন অপশক্তির কাছে, কোন বিদেশী প্রভুর কাছে বাংলাদেশ আওয়ামীলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবে না ।
