সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৩
সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়া-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু আইলচারা ইউনিয়নের বল্লভপুর, বাক্সব্রীজ, নাজিরপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার দুপুরের দিকে আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী মো: পারভেজ আনোয়ার তনু এলাকাবাসীদের বলেন, আমি ছোট থেকে দেখছি আমার পিতা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আপনাদের সাথে আছে। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থাকে পাশে থাকে। আপনাদের জন্য রাজনীতি করে। আমার পিতার আদর্শে নিজেকে গড়ে তুলেছি। আমার পিতার কাছ থেকে অনুপ্রাণীত হয়েই আপনাদের পাশে সব সময় আমি আছি। আমি আপনাদের কাছে এসেছি সাধারণ মানুষ হয়ে প্রার্থী হিসেবে নয়। এসময় তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের কাছে মিশে যেতে চাই, সেবা করতে চাই। আপনারা আমাকে যেভাবে আপন করে কাছে টেনে নিচ্ছেন তা আমাকে আপনাদের কাছে ঋনী করে রাখছে। আমি কতটুকু আপনাদের ভালোবাসা দিতে পারছি জানিনা তবে আপনারা সব সময় আমাকে আপনাদের কাছে পাবেন।

আমার পিতার দেখানো পথ আমিও তার পথ অনুসরন করছি। আপনাদের পাশে থাকছি থাকবো সব সময়। এসময় আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজার, চায়ের দোকান যেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুকে এলাকার সাধারণ মানুষ স্বতুস্ফুর্ত ভাবে কাছে টেনে নেই ও শুভেচ্ছা বিনিময় করেন।