ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
কুষ্টিয়া ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমরান (২৭) নামে রুপপুরে নির্মাণধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
বৃহস্পতিবার রাত সাড় ৮ টায় ভেড়ামার-রায়টা সড়কের গোলাপনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান বাহাদুরপুর নতুন পাড়া গ্রামের মো. বাচ্চু আলীর ছেলে। সে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মো. ইমরান নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন শ্রমিক ছিলেন। কাজ শেষে রাত ৮ টায় সে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। গোলাপ নগর বাজারে পৌঁছালে দ্রুগতির একটি ড্রাম ট্রাক ইমরানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় ইমরান নামে এক শ্রমিক নিহত হয়। সে রুপপুর নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন শ্রমিক ছিলেন। ঘটনার পরই চালক পালিয়েছে। ড্রাম ট্রাকটিকে জব্দ করে ভেড়ামারা থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
