বিশেষ প্রতিনিধি ॥ রাষ্ট্র কাঠামো মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কুষ্টিয়া শহরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ব্যাপক প্রচারনা করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার এর নেতৃত্বে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনে আগামী নির্বাচনে জনগণের সমর্থন অর্জন অত্যন্ত জরুরি। বিএনপির ৩১ দফা কর্মসূচি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পুনর্গঠন, গণতান্ত্রিক ভারসাম্য ফিরিয়ে আনা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা হিসেবে কাজ করবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন।
