রঞ্জুউর রহমান ॥ গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল দশটা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কুষ্টিয়া ডাঃ মোঃ আকুল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ মিজানুর রহমান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ই-সেবা কেন্দ্র ও জেনারেল সার্টিফিকেট শাখা মুমতাহিনা পৃথুলা, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন,
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা, গোপনীয় শাখা, স্থানীয় সরকার এবং প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা)মোঃ মহসীন উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া এর তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস এর জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক পারভীন আখতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী,উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া এর উপপরিচালক নূরে সফুরাঅতিরিক্ত ফেরদৌস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার, প্রকৌঃ মো. ইসমাত , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী,
বিআরটিএ কুষ্টিয়া এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আল্-ওয়াজিউর রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ মোকসেমুল হাকিম, কুষ্টিয়া এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম,পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা বিভিন্ন দপ্তরের উন্নয়নয় মূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সভাপতিত্বের বক্তব্য জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, সরকারের প্রত্যেকটা বিভাগ কে আলাদা আলাদা ভাবে দিক নির্দেশনা দেয়া সম্ভব না। তাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মধ্যে সরকার জেলার সকল বিভাগের আপডেট পেয়ে থাকে।আর এভাবে আমরা সরকারের কাছে জানাতে পারি। সরকারের একার পক্ষে কোন সুশীল ও সভ্য রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। সকলের সৎ উদ্দেশ্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুশীল ও সভ্য রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
