কুমারখালীতে সংগীত বিদ্যালয়ের সাফল্যের ৩০ বৎসর উদযাপন
কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বৎসর উদযাপন উপলক্ষ্যে গুণীজনের সংবর্ধণা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে সংগীত বিদ্যালয়ের সাফল্যের ৩০ বৎসর উদযাপন
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ওই বিদ্যালয় চত্বরে কর্মসূচি আয়োজন করে ঢাকাস্থ কুমারখালী সংগীত বিদ্যালয় ও চরণ লোকশিল্পী দল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিজি মো. শুকুর আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশন রঞ্জিত কুমার তালুকদার, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন, কুষ্টিয়া বোধদয়ের সভাপতি এ্যাডভোকেট লালিম হকসহ অন্যান্যরা।
![]()
আয়োজকরা জানায়, ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৩০ বৎসর উদযাপন উপলক্ষে ২৭ জন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গান পরিবেশ করেন বাংলাদেশ টিভিভিশন ও বেতারের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দনা মজুমদারসহ অন্যান্যরা।
