সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা শ্রমিক লীগের সভা
জেলা শ্রমিক লীগ ১৭ই আগস্ট সন্ত্রাস জঙ্গিবাদ সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদর্শ কলেজ মোড়ে মহিলা শ্রমিক লীগের কার্যালয় কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের প্রতিবাদ সভায় সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা শ্রমিক লীগের সভা
কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি।
আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও মুসা আলী খান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ও মোঃ ইলিয়াস হোসেন তরিকুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুব শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল হক রাসেল, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন, শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, জেলা শ্রমিক লীগের নির্বাহী সদস্য রবিউল ইসলাম মোতালেব হোসেন, কুমারখালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, কুমারখালী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, কুমারখালী যুব শ্রমিক লীগের আবহাওয়া আব্দুল আল মামুন, সদস্য সচিব সজল হোসেন ।
![]()
বক্তারা তাদের বক্তব্য বলেন যে জামাত বিএনপি জোট সরকারের সময় সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলায় রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করতে চেয়েছিল তৎকালীন বিএনপি জামায়াতচক সরকার ২০০২ সালে ১৭ই আগস্টে সিরিজ বোমা হামলা করে বাংলা ভাই মসন সৃষ্টি করেছিল দেশের ভিতরে আর কোন সন্ত্রাস অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
