কুষ্টিয়ায় মেন্স ওয়ার্ল্ড শোরুম উদ্বোধন
কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে ৪৩তম শোরুম উদ্বোধন করেছে দেশের জনপ্রিয় পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান মেন্স ওয়ার্ল্ড।

কুষ্টিয়ায় মেন্স ওয়ার্ল্ড শোরুম উদ্বোধন
২৭ আগস্ট পাঁচ রাস্তার মোড়ে ৪৩তম মেন্স ওয়ার্ল্ড শোরুম উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। বিশেষ অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন ওসি অপারেশন, কুষ্টিয়া সদর, দীপেন্দ্রনাথ সিংহ, মালিক সমিতির সভাপতি আব্দুর কাদীর সাকিল, ল্যান্ড অউনার শহিদুল ইসলাম দিপু আরিফুর রহমান ( এজিএম, মেন্স ওয়ার্ল্ড) রায়হানুর রহমান ( হেড অফ ব্রান্ডিং এন্ড ডেভলপমেন্ট) রাশেদুল ইসলাম বাদল ( অপারেশন হেড) ইউসুফ ( ব্রান্ড এন্ড আইটি ম্যানেজার।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উদ্বোধনকালে তিনি বলেন, ‘মেন্স ওয়ার্ল্ড বাংলাদেশের সমসাময়িক ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। সারাদেশে মোট ৪৩টি শোরুম আছে মেন্স ওয়ার্ল্ডের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পোশাক নিয়ে কুষ্টিয়াবাসীর জন্য সাজবে মেন্স ওয়ার্ল্ড। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে র্যাম্প শো আয়োজন করে প্রতিষ্ঠানটি। র্যাম্প শো’র মাধ্যমে মেন্স ওয়ার্ল্ড নতুন নতুন কালেকশন প্রদর্শন করে। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ব্যক্তিবর্গ, সেলিব্রেটি,মেন্স ওয়ার্ল্ডের কাস্টমার এবং আমন্ত্রিত অতিথিবর্গ। নারী, পুরুষ এবং ছোট সোনামণিদের পোশাক নিয়ে সাজানো হয়েছে শোরুমটি।
![]()
