খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৩, ২০২৩
খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

যেতে নাহি দিব হায় ,তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটির ভাষায় বলতে হয় এ বিদায় সে বিদায় নয় শিক্ষা জীবনের স্তর ভিত্তিক বিদায়। উচ্চশিক্ষা লাভের জন্যই মাধ্যমিক শিক্ষা লাভের পর শিক্ষা জীবনের বিদায় সংবর্ধনা। বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে ছিল বিদায় শিক্ষার্থীদের একদিকে আনন্দ উল্লাস অন্যদিকে অশ্রুসিক্ত দু-নয়ন। বিদায় লগ্নে বিদায়ী শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অশ্রুসিক্ত নয়নে মতবিনিময়। কুষ্টিয়ার খোকসা উপজেলায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

বুধবার দুপুরে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান,শোমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন,ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন,সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মানিক হোসেন (লাল মোহাম্মদ)।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান (বিল্লু)। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী,পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: