প্রায় ৮৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন বরইচারা হতে নাতুরিয়ার বাজার মোড় সকড় পর্যন্ত এক হাজার ৪৯ মিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উদ্বোধনকালে তিনি বলেন, দেশে যতটুকু উন্নয়ন হয়েছে, তার সবটুকু শেখ হাসিনা সরকার করেছে। শেখ হাসিনা ছাড়া এদেশে উন্নয়নের লোক নেই। বঙ্গবন্ধু কণ্যা আর ১০ বছর ক্ষমতায় থাকলে দেশ বড় লোক (উন্নত) হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা। উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২১ – ২০২২ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা স্কুলপাড়া হইতে বাগুলাট ইউনিয়নের নাতুরিয়ার মোড় পর্যন্ত এক হাজার ৪৯ মিটার সড়ক পাকাকরণ করা হচ্ছে। প্রায় ৮৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ।
