শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় : আবদুর রউফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় : আবদুর রউফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে  ৭ শত পঞ্চাশ জন দুস্ত অসহায় পুরুষ এবং মহিলাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার (৬ ই এপ্রিল) সকাল ১১ টার সময় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে । প্রধান অতিথি হিসেবে দুস্ত ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। এই সময় এক বক্তব্যে সংসদ সদস্য আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। গ্রাম আজ শহরে পরিনত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে  দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান খান, সাবেক  জেলা পরিষদ  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহামুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক খান প্রমুখ। এ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত  ছিলেন।