শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন – সদর উদ্দিন খান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন – সদর উদ্দিন খান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৩
শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন - সদর উদ্দিন খান

সোমবার (২৭ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের দশম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীনের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।

শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন – সদর উদ্দিন খান

শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন - সদর উদ্দিন খান

শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন – সদর উদ্দিন খান

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় আলোচনা কালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, বিগত ১০মাসে কুষ্টিয়া জেলা পরিষদ এবং জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জেলাবাসীকে যে সেবা প্রদান করেছে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে সমগ্র জেলা বাসীকে সেবা দেওয়া অসম্ভব ছিলো। আপনাদের সাহায্য ছাড়া প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হতো না।

কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, সামনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বা গোষ্ঠী দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। দেশবাসী ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখান করেছে। ২০২৪ সালের ৭ই জানুয়ারী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের সব সময় সজাগ থাকতে হবে। শেখ হাসিনার উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাধারণ ভোটারদের জানতে হবে, শেখ হাসিনা এবং আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন।