শেখ হাসিনার উন্নয়নে গ্রাম শহর হয়েছে : আবদুর রউফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শেখ হাসিনার উন্নয়নে গ্রাম শহর হয়েছে : আবদুর রউফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৫’শত অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ ময়দান মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কুমারখালী জন কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ আনন্দে অসহায় দুস্থ্যের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ এমপি। এসময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। আজ গ্রাম আর শহরের কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার উন্নয়নে গ্রাম এখন শহর হয়েছে। একের পর দালানকোঠা নির্মাণ হচ্ছে গ্রামে। আপনারা বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বারবার তাকে সমর্থন দিন। কুমারখালী জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু প্রমূখ।