শেখ হাসান মেহেদীর পিতার মৃত্যুতে হানিফের শোক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শেখ হাসান মেহেদীর পিতার মৃত্যুতে হানিফের শোক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩

সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ শোক জানিয়েছেন।

শেখ হাসান মেহেদীর পিতার মৃত্যুতে হানিফের শোক

শেখ হাসান মেহেদীর পিতার মৃত্যুতে হানিফের শোক

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ হাসান মেহদীর পিতা সাবেক পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ রজব আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বার্তায় হানিফ মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক জানায়।

এদিকে বাদ আসর কুষ্টিয়া কলেজ মোড়ে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়ে দাফনের জন্য গোপালগঞ্জে নিজ মাতৃভূমিতে নেওয়া হয়েছে। উল্লেখ্য’ সোমবার সকাল ১০ঘটিকার সময় দাফন সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের পুত্র শেখ হাসান মেহেদী।