শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুরের ইউএনও  - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুরের ইউএনও 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৮, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ । জেলার ৬ টি  উপজেলা মধ্যে থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে  তিনি এ সম্মাননা লাভ করেন।  জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক এহতেশাম রেজা । 

এ বিষয়ে  ইউএনও মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর  উপজেলা উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।