ভেড়ামারায় ট্রলি চাপায় শিশু নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় স্যালো ইঞ্জিনচালিত স্টারিং ট্রলির ধাক্কায় সুমাইয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

ভেড়ামারায় ট্রলি চাপায় শিশু নিহত
বুধবার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। সুমাইয়া দিনমুজুর মো. মরজেম আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু সুমাইয়া বাড়ির সামনে খেলা করছিল।
এসময় বেপরোয়া গতির ট্রলিটি তাকে চাপা দিলে সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী স্টারিং ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। স্টারিং ট্রলিটি থানায় নিয়ে যাওয়া হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, মামলা হয়েছে। তবে শিশু বলে পোস্ট মর্টেম করা হবে না।
