কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। ২১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের পিয়ারাতলার মুক্তিপুকুর এলাকায় শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।

কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শিশুর স্বজনরা জানান মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া হাউজিং এলাকায় বানিজ্য মেলা দেখার কথা বলে বাসা থেকে নিয়ে যায় পরিচিত ওই যুবক। মেলা দেখার পর শিশুটিকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দিয়ে ফাঁকা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণকারী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন শিশুটির পিতা।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটির শংকামুক্ত অবস্থায় রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত ধর্ষক লিটনকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে
ঐ শিশুর পিতা জানান এমন জঘন্য অপরাধী কে যেন কোন রকম ছার না দেয় আইনের মাধ্যমে ধর্ষক লম্পট লিটনের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
