রোটারী ক্লাবের আয়োজনে জয়নাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ
কুষ্টিয়া রোটারী ক্লাবের আয়োজনে কুমারখালী থানাধীন ৩৫ নং ছেউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

রোটারী ক্লাবের আয়োজনে জয়নাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টার সময় ছেউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষা সামগ্রী কলম,পেন্সিল,পেন্সিল কাটার,প্যান্সিল বক্স,রাবার,স্কুল ব্যাগ,ও খাতা বিতরন করা হয়েছে৷ মোট ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বিতান কুমার মন্ডল,চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক মনজু, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি ও কবি উম্মে সেয়দা হাবিবা।

কুষ্টিয়া জেলা স্বর্ন শিল্পী সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস,ছেউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন চৌধুরী, ম্যানিজিং কমিটির সহ-সভাপতি সাহাবুর রহমান,চাপড়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন মন্ডল সহ আরো অনেকেই।
