কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মো: রফিকুল আলম টুকু এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, সনাকের সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক নীলিমা বিশ্বাস, সদস্য খোন্দকার আমানুল্লাহ, তারিকুল হক তারিক, শাহাজাহান আলী কে.এম. তারিক ইবনে আমিন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলাম প্রমুখ।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় জেলাব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামের বোর্ড, তথ্যবোর্ড এবং অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপনের নির্দেশনা প্রদান, জেন্ডার ইস্যু বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সনাক, কুষ্টিয়া কর্তৃক ৪ নং শালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেইসলাইন সার্ভে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে। স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধ, প্রান্তিক পর্যায়ে ও পিছিয়ে পড়া স্কুলগুলোর দিকে আমরা সর্বোচ্চ দৃষ্টি দিচ্ছি।
সনাক সভাপতি মো: রফিকুল আলম টুকু সমাপনী বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের পাশাপাশি সনাক সহযোগি হিসেবে কাজ করছে। তুলনামূলকভাবে পিছিয়ে পড়া স্কুলগুলোর দিকে বেশি মনোযোগী হতে হবে। বিশেষ করে স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধে কাজ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।
