শিক্ষার মানোন্নয়নে কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষার মানোন্নয়নে কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়নে কুষ্টিয়ার কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার সেমিনার কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী ফাজিল মাদ্রাসার সভাপতি শাহিনুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফেজ মো. জুলফিকার আলী, আলহাজ মওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম মাওলানা মো.  আবু সাইদ, দূর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দিন,

উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল প্রমুখ। বক্তারা বলেন, স্মার্টফোনের অপব্যবহার রোধ, মাদক ও অপরাধমূূক্ত পরিবেশে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন করা হবে। প্রকৃত মেধা বিকাশে নানাবিধ উদ্যোগ নেওয়া হবে।