শিক্ষার্থী ছেলে মেয়েরা যাতে বিজ্ঞান চর্চা করতে পারে এ জন্য ব্যবস্থা করতে হবে: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষার্থী ছেলে মেয়েরা যাতে বিজ্ঞান চর্চা করতে পারে এ জন্য ব্যবস্থা করতে হবে: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান এবং নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এতে সভাপত্বি করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মোঃ মিন্নাতুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃ মাহবুবা বেগম, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাত্তিকা মন্ডল সূক্তি, কুষ্টিয়া জিলা স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী তাহসিন তামিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম ও কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞান মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি নানা রকম প্রযুক্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আসলে নানা প্রযুক্তি সম্পর্কে ধারনা হয় এবং উৎসাহ বাড়ে। এ ক্ষেত্রে বাচ্চাদের মস্তিস্ক বিকশিত হয়। শিক্ষার্থী ছেলে মেয়েরা যাতে বিজ্ঞান চর্চা করতে পারে এ জন্য ব্যবস্থা করতে হবে। তাই বিজ্ঞান মনষ্ক একটি জাতি গড়ে তুলতে হবে। তবেই আমাদের দেশটা এগিয়ে যাবে এবং এগিয়ে নিতে পারবো বিশ্বের দরবারে একটি আধুনিক দেশ হিসেবে। এ জন্য সরকার কাজ করছে।