কুষ্টিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
৩০ আগস্ট সকালে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাব ও রিকো স্কোয়াডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এসময় তিনি বলেন সারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপনে নানা উদ্যোগ গ্রহণ করেছি এছাড়াও সবাই নিজ নিজ জায়গা থেকে যদি প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকি তাহলে একটা সবুজ শ্যামলা দেশ আমরা পাব। তাই পরিবেশে ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নেছা সবুজ, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,কুষ্টিয়া মেডিকেল কলের দন্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা:আমান উল্লাহ, কুষ্টিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবানা ইয়াসমিন, সদর উপজেলার ভুমি কমিশনার দবির উদ্দিন বিশ্বাস কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানুষের জন্য মানুষ সংগঠনের সভাপতি সাহাবুদ্দিন মিলন, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী, রেড ক্রিসেন্ট নির্বাহী সদস্য সেলিম আহমেদ।

প্রকৃতি ও জিবন ক্লাবের সংগঠক শৈবাল আদিত্যর সভাপতিত্বে এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জিবন ক্লাবের সদস্য শামস-ই তানভীর, প্রীতম মজুমদার,ডাক্তার মনিরুল ইসলাম, আসাদুজ্জামান রুমেল।
এর আগে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
