দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২, ২০২৩
দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ১৭০নং ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ামোদি শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে ফুটবল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি সদস্য মোফাজ্জল হক।

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বৃহস্পতিবার সকালে উক্ত প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ফুটবল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করতে এমন সামান্য প্রচেষ্টা বলে জানান মোফাজ্জল হক।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সকলকে নিয়ে ভাল থাকতে চান তিনি। তবে এমন ফুটবল বিতরণসহ সাধারন মানুষকে সাধ্যমত বিভিন্নভাবে সহযোগিতার মধ্যদিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার আশা ব্যাক্ত করেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হক। তার সাথে উপস্থিত ছিলেন হোগলবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা।

আরও পড়ুন: