খোকসায় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।

খোকসায় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৪টার সময় শিমুলিয়া নকশাপারা গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস। পরিচালনা করেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুটকা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আনচার প্রামাণিক, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান আনিসসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
![]()
পরে ছিন্নমূল পথ শিশু, অসহায় দারিদ্র্য লোকজনের মধ্যে খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
