খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধ্যে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা এই শান্তি সমাবেশের আয়োজন করে।

খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বুধবার বিকেল সাড়ে ৫টার সময় খোকসা পৌরসভা কার্যালয়ের সামনে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন বিশ্বাস (বিটু), আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ওহাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাপ্পী বিশ্বাস রাজু।
সম্প্রতি খোকসায় ঘটে যাওয়া ডাকাতি বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন- কয়েকদিন আগে পৌরসভার পিছনে একটি বাড়ীতে ডাকাতি হয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি ঐ বাড়ীর মানুষ ভীষন আতঙ্কিত এবং যেভাবে দূঃখের সাথে তারা ঐ রাতের করুন কাহিনী আমার কাছে বর্ণনা করেছে। তাদের বর্ননা শুনে তৎক্ষনাত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এর একটা বিহীত হাওয়া দরকার ।

খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান নেতা কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি, খোকসার মানুষ শান্তি প্রিয় মানুষ। ধর্ম সব দেশেই আছে। আমাদের সবথেকে বড় পরিচয় আমরা মানুষ। আমরা বাংলাদেশী। কিন্তু আমাদের দেশে একটা গোষ্ঠী, একটা চক্র সব সময় সরকারের বিরুদ্ধে থাকে। সরকারের উন্নয়ন পছন্দ করে না। একটা গোষ্ঠী নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য সরকারের সঙ্গে থাকে, সরকারের দল করে। বিভিন্ন চোর ডাকাতকে সম্পৃক্ত করে নিজেদের প্রভাব প্রতিপত্তি, নিজেদের অবস্থান সুদূঢ় করার চেষ্টা করে। আমরা দেখেছি সন্ত্রাস যারা মদদ দেয় তারা উৎখাত হয়েছে। সময়িক সময়ের জন্য সন্ত্রাস থাকে। ঘটে যাওয়া ডাকাতির বিষয়ে আমি গতকালকে (মঙ্গলবার) প্রশাসনকে বলেছি, আমি এসপি সাহেবকে বলেছি, আমি কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ র্যাবের সিওকে বলেছি এবং খোকসার ওসিকেও বলেছি। একটা গোষ্ঠী, এরা চিহিৃত। এরা কুষ্টিয়ার উন্নয়নের বিপক্ষে, মৌলবাদের সঙ্গে তারা সম্পৃক্ত থাকে। তাদেরকে নিয়ে এই ঘটনা ঘটে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি নিজে এই বিষয়টা হাতে নিয়েছি। মনে রাখবেন আমার জীবনে পরাজয় বলে কোন কিছু নাই। এর একটা বিহিত আমি করবোই। দোষীদের আইনের আওতায় আসতেই হবে। শেখ হাসিনা’র বাংলাদেশে চোর, ডাকাত ও সন্ত্রাসীদের স্থান নাই ।
সদর উদ্দিন খান আরো বলেন, একটি কুচক্রি মহল দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদদ দিয়ে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। কিন্তু শেখ হাসিনা’র বাংলাদেশে চোর, ডাকাত ও সন্ত্রাসীদের স্থান নাই। যারা এলাকার আইন শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তব্য প্রদানকালে জেলা আওয়ামীলীগের সভাপতি আরো বলেন, যদি কেউ শান্তিময় পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে উচিত জবাব দেওয়া হবে। এর আগেও অনেক সন্ত্রাসী ওসমানপুরের জমি দখল করেছে, সেসকল সন্ত্রাসী নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে উপস্থিত অনেকেই দেখেছে এই সরকারের আমালে কিভাবে সন্ত্রাস ও সন্ত্রাসীদের দমন করা হয়েছে ।
উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে সদর উদ্দিন খান আরো বলেন, আমি ছাত্রলীগ করেছি, আমি যুবলীগ করেছি, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এখন জেলা পরিষদের চেয়ারম্যান। গত দুইবার নেত্রী আমাকে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে রেখেছেন। এইখান মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এইখানকার মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজের সাথে আমার আত্মার সম্পর্ক। এখানকার ছাত্র-ছাত্রীদের সাথে আমার আত্মার সম্পর্ক। হিন্দু ভাইদের সাথে আমার সব থেকে সুনীবিড় সম্পর্ক । আমি জেলা পরিষদের চেয়ারম্যান হলেও কুষ্টিয়াতে থাকি না। প্রতিদিন আমি এখানে আসি। খোকসার মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর রাখি। আজকে আপনারা বিশ্বাস রাখবেন, কিছু কিছু সন্ত্রাসী এখানে আসার জন্য, এই সমাবেশে বিভিন্ন কুকথা বলেছেন। আপনারা মনে রাখবেন এই সব সন্ত্রাসীর পক্ষে আজ যারা অবস্থান নিয়েছে তারা আওয়ামীলীগের শুত্রু, তারা দেশের শত্রু, তারা বাংলাদেশের উন্নয়নের শত্রু। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এই সকল মানুষের অচিরেই বিচারের আওতায় নিয়ে আসা হবে।
আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে দলীয় নেতা-কর্মিদের উদ্দেশ্যে সদর উদ্দিন খান বলেন, আগামী জাতীয় নির্বাচন যারা বাধাগ্রস্থ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তেব্যে শেষে সদর উদ্দিন খান খোকসায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির বিষয়ে খোকসা থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দ্রুত দোষীদের গ্রেফতার করে লুটকৃত মালামাল ভুক্তভোগীদের ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আরো বড় কর্মসূচী গ্রহন করা হবে।
