নিজ সংবাদ ॥ শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। তিনি বলেন, খেলাফত পদ্ধতির শাসন ব্যবস্থা মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালনাকারী আল্লাহ তায়ালা দেয়া শাসন ব্যবস্থা। শান্তি ও সম্প্রীতির সমাজ গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার আয়োজনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ বৈষম্য ও দূর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। মানব রচিত মতবাদের ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামই একমাত্র বিকল্প। খেলাফত ভিত্তিক রাস্ট্র ব্যবস্থাই হচ্ছে শান্তি ও মুক্তির প্রকৃত গ্যারান্টি। এ জন্য খিলাফাহ’র রুপরেখা জনগণের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক জনসচেতনতা ও গণজাগরণ সৃষ্টির মাধ্যমে গণ-আন্দোলনের পটভূমি তৈরী করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাবেক সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা শারাফাত হুসাইন, তরুণ গবেষক এবং বিশ্লেষক আবু মিরাজ রুদ্র (ব্র্যাক বিশ্ববিদ্যালয়, স্কুল অফ বিজনেস) প্রমুখ। পরে কুষ্টিয়ার সকল থানা কমিটি ঘোষণা করে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
