শহীদ আবরার ফাহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহীদ আবরার ফাহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ শহীদ আবরার ফাহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের শহীদ আবরার ফাহাদ স্পোর্টিং ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শহীদ আবরার ফাহাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনালে রায়ডাঙ্গা রয়েল’স বনাম খলিশাদহ হেলাল স্টোর নামের  দুটি শক্তিশালী দল একে ওপরে মুখোমুখি হয়। আশি মিনিটের খেলা গোল শূন্য শেষ হওয়ায় খেলা গড়াই ট্রাইবেকারে।

ট্রাইবেকারে মধ্য দিয়ে ৩-১ গোলের ব্যবধানে শিরোপা জিতে নেয় রায়ডাঙ্গা রয়েল’স। শহীদ আবরার ফাহাদের পিতা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও উপভোগ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। খেলায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান, কুমারখালী প্রেসক্লাবের সদস্য হাসানুজ্জামান লিংকন, মিজানুর রহমানসহ অনেকেই। দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ ফাইনাল খেলায় হেড রেফরী হিসেবে খেলা পরিচালনা করেন শামীম হোসেন বুড়া।