শহীদদের প্রতি জেলা পুলিশ কুষ্টিয়ার বিনম্র শ্রদ্ধা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহীদদের প্রতি জেলা পুলিশ কুষ্টিয়ার বিনম্র শ্রদ্ধা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ, কুষ্টিয়া। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার  শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মহান বিজয় দিবসে জেলা পুলিশের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।