নানা আয়োজনে ইবিতে লোক প্রশাসন দিবস পালিত
লোক প্রশাসনের অঙ্গীকার, সুশাসন ও জনবান্ধন সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি ,আলোচনা সভাসহ নানা আয়োজনে লোকপ্রশাসন দিবস পালিত হয়েছে।

নানা আয়োজনে ইবিতে লোক প্রশাসন দিবস পালিত
বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবন থেকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এ র্যালি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। রালি শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম মতিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো: ফকরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাম্মি আক্তার অন্তরা ও মাষ্টার্সের শিক্ষার্থী আশেক-এ-খোদা।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, ‘লোক প্রশাসন দিবস-২০২৩ এর মধ্য দিয়ে কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন, সাম্প্রীতি ও পারস্পারিক সহযোগিতামূলক একাডেমিক পরিবেশ তৈরি হবে এবং এ উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এই বিভাগের গ্র্যাজুয়েটরা যেমন দেশে-বিদেশে অবদান রেখে চলেছে ভবিষ্যতে তেমনি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে প্রো ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘লোকপ্রশাসন মানেই সুশাসনের চর্চা। আমাদের সৌভাগ্য, আমাদের প্রেস্টিজিয়াস একটি বিভাগ হলো লোকপ্রশাসন বিভাগ। এ দিবসে আমদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের আচরণে, সামাজিকতায়, আমাদের সবকিছুতেই যেন নিজেদের প্রমাণ করতে পারি আমরা লোকপ্রশাসন বিভাগের ছাত্র ছাত্রী। আমাদের অ্যাটিচুড পরিবর্তন করতে হবে। যাতে অন্যরা আমাদের আদর্শ মনে করে অনুসরন করতে পারে। এই দিবসে লোকপ্রশাসন বিভাগের সাফল্য কামনা করছি। এই বিভাগের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের শিক্ষার্থীদের চলার পথ ও ভবিষ্যৎ যেন মসৃণ হয় এ শুভ কামনা ব্যক্ত করছি।’
