র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৪

র‌্যাব-১২’র সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বাজাতপুর গ্রামের অজিত মোল্লার ছেলে পাপ্পু মোল্লা (২৮) এবং ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের ইদ্রিস শেখে’র ছেলে রবিউল ইসলাম (২২)।

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটককৃত দুই জন দীর্ঘ দিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া ও পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর দিক নির্দেশনায় গতকাল ২ ফেব্র“য়ারি রাত পৌনে ২টার সময় র‌্যাবের একটি আভিযানিক দল ‘‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৬ বোতল ফেনসিডিসহ দুই জনকে আটক করে। জব্দকৃত ৭৬ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানানো হয়েছে।