র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২’র সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ হামিদুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভাংবাড়িয়া গ্রামের মৃত জি-বক্স বিশ্বাসের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৭ মার্চ) রাত আনুমানিক ০২ টা ১০ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া গ্রাম’’ হতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মামলা নং-১৩ তারিখ ২১ জুন ২০২০, ধারা-৩২৪/৩০৭ পেনাল কোড ১৮৬০, জিআর ৭৩/২০ এর ০৩ বছরের কারাদন্ড ও ৩,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডপ্রাপ্ত। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।